
বিবলিওনে HIGH TEA WITH অন্যদিন...
ছোট পরিসরে বড় পর্দার ছবি—কামার আহমাদ সাইমনের 'অন্যদিন...' নিয়ে বিবলিওনে অন্যরকম চা-আড্ডা—High Tea with 'অন্যদিন...'
'অন্যদিন...' ছবিটি অভিষেক (premiere) হয়েছিল অ্যামস্টারডামে ইডফা'র মূল প্রতিযোগিতায়—দুনিয়ার সবচাইতে সুন্দর থিয়েটার তুসিনস্কিতে (Tuschinski Theatre)। কান (Cinéfondation) ও লোকার্নোর পিয়াজ্জা গ্রান্দায় (Piazza Grande) ফিচারড ছবি 'অন্যদিন...' কামারের জলত্রয়ীর (water trilogy) ২য় পর্ব—সিনেমা দ্যু রিলে গ্রাপ্রি জয়ী 'শুনতে কি পাও!' ছিল প্রথম।
ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ড, ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ, লোকার্নোর ওপেন ডোর্স এওয়ার্ড, সানড্যান্সের গ্রান্টসহ 'অন্যদিন...' অর্জন করেছে আরও অনেক সম্মাননা—প্রদর্শিত হয়েছে সিডনী, জুরিখ, ওয়ারশ, ভ্যানকুভার, মন্ট্রিয়ালসহ নামজাদা অনেক উৎসবে।
আন্তর্জাতিক সিনে ম্যাগাজিন ভ্যারাইটি (Variety), স্ক্রিনডেইলিসহ (Screen Daily) অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত 'অন্যদিন...'—সমালোচকদের ভাষায় 'ক্যালাইডোস্কোপিক ও ফিলোসফিক্যাল' (Kaleidoscopic and philosophical)।
প্যারিসের পম্পিদ্যু সেন্টার (Centre Pompidou), নিউ ইয়র্কের মমি (MoMI), সিডনীর স্টেট থিয়েটারসহ (State Theatre Sydney) পৃথিবীর বিখ্যাতসব থিয়েটারে প্রদর্শিত হলেও—দেশেই এর প্রদর্শনী করা যায় নাই প্রায় চার বছর। কারণ ছবিটির কৌতুকপূর্ণ রাজনৈতিক ভাষ্য (Political Satire) — যা স্বাভাবিকভাবেই পছন্দ করে নাই বিগত সরকারের সেন্সর বোর্ড।
বিবলিওনে এই অন্যরকম চা-আড্ডায় দর্শকদের সাথে যোগ দিবেন নির্মাতা কামার আহমাদ সাইমন—ছবির ভেতর-বাহির, ভাবনা, দর্শন ও নির্মাণ কৌশল নিয়ে চলবে খোলামেলা আলোচনা।
- ২রা অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- প্রদর্শনী শুরু হবে বিকেল ৩টা থেকে
- আড্ডা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
- প্রদর্শনী শুরুর পর প্রবেশ নিষেধ
- টিকিট (Non-refundable)
- সব টিকিটই অফেরতযোগ্য।
- দরজা খুলবে বিকেল ৩টায় — এবং প্রদর্শনী শুরু হলে বন্ধ হয়ে যাবে।
- বয়সসীমা: ১৫+।
- শিশু, সহকারী বা টিকিটবিহীন অতিথিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
- ইমেইলে প্রেরিত টিকিটের সফট বা হার্ড কপি সঙ্গে আনুন।
- নিরাপত্তার জন্য আপনার এনআইডি, আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে আনুন।
- বন্ধুর জন্য টিকিট কিনে থাকলে, তার আইডির কপিও সঙ্গে আনুন।
- যে মোবাইল নম্বর দিয়ে টিকিট ক্রয় করেছেন, সেটি সঙ্গে রাখুন।
- All tickets are non-refundable.
- Gate will open at 3:00 PM — and will close once the screening begins.
- Recommended age: 15+.
- Children, attendant or guests without tickets will not be admitted.
- Please bring your ticket (soft or hard copy) sent to your email.
- For security purposes, kindly bring your NID, ID, or Student ID card with you.
- If you purchased a ticket for a friend, please carry a copy of their ID as well.
- Have with you the mobile number used for purchasing the ticket.
Ticket details & price
Payment Methods

