Menu

“স্বাধীন কন্ঠস্বর”- গণ-আন্দোলনে আহতদের জন্য গান

Krishibid Institute of Bangladesh (KIB), Khamarbari, Farmgate, Dhaka 20 Sep, 2024 11:00 AM
Ticket details & price

No ticket types available for this event.

গত জুলাই মাসে শুরু হয় ছাত্রদের কোটা-সংস্কার আন্দোলন। যা পরবর্তীতে গণ-আন্দোলনে রুপ নেয় । ছাত্রদের পাশাপাশি ওই আন্দোলনে যুক্ত হয় দেশের সাধারন জনগণও। দীর্ঘ এক মাসের সেই আন্দোলনে ছাত্র-জনতার অনেকে প্রান হারায় এবং ব্যাপক সংখ্যক আহত হয়। আহতদের অনেকে এখনো দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আন্দোলনে আহতদের জন্য থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট এর উদ্দ্যেগে বাংলাদেশের ব্যান্ড মিউজিশিয়ান এবং অন্য মাধ্যমের শিল্পীদের সহযোগিতায় আগামী ২০/০৯/২০২৪ইং তারিখ (শুক্রবার) কৃষিবিদ ইনস্টিটিউশন ( কে আইবি ) তে সারাদিন দিনব্যাপী কনসার্ট ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়ে হয়েছে। আপনাদের অংশগ্রহনে আমাদের আয়োজন সফল হবে।

লাইনআপ :
আভাস  |  আর্বোভাইরাস   |  এরশাদ জামান  |   সোনার বাংলা সার্কাস   |  হাইওয়ে   |  সাবকনসাস   |  ডোপ-আমেন   |  তুলকালাম   |  ওমকার 

সঞ্চালক - দিপ্তী চৌধুরী

AND MORE..

Artists

Event Organizer

Payment Methods

bKash Nagad Upay Card