বাঙালী হিসেবে গর্বিত হবার মতো যতগুলো কারণ আমাদের আছে, তার মাঝে সবচেয়ে বড় কারণ বোধয় এটাই যে, পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা নিজের ভাষায় কথা বলার জন্য বন্দুকের নলের সামনে বুক পেতে সংগ্রাম করেছে, নিজের মাতৃভাষার প্রাপ্য সম্মান ছিনিয়ে এনেছে। আমরা সেই জাতি। আমাদের মাতৃভাষা "বাংলা"।
বাংলা ভাষা এবং ভাষা শহিদদের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে নিয়মিত আয়োজন করে আসছে "আমার ভাষার গান" শীর্ষক কনসার্ট, যেখানে প্রতিটি ব্যান্ড মাতৃভাষায় পরিবেশন করে তাদের নিজেদের গান।
তারই ধারাবাহিকতায় এবছর "আমার ভাষার গান ২০২৪" অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জীবন্ত যাদুঘর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে (অডিটোরিয়াম)।
সময়: দুপুর ৩ টা।
■ লাইনআপ
১. হাইওয়ে
২. মেট্রোলাইফ
৩. এনকোর
৪. ওউন্ড
৫. সাবকনশাস
৬. ডিয়ার ইন্ডিগো
৭. ব্লাডসেল
৮. ডিইউবিএস পারফরম্যান্স টিম